Apan Desh | আপন দেশ

শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৭, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২৭, ২৭ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি : আপন দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি দোয়া ও মোনাজাত করেন।

 

এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গারিবহর।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন : আপাতত শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চের বিপ্লবীরা, তবে...

এ ছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তাৎব্যবস্থা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি শাহবাগের দিক থেকেও এক স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়