Apan Desh | আপন দেশ

আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৪২, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:১১, ২২ ডিসেম্বর ২০২৫

আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি : মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : আপন দেশ

সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‌‘আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’

সোমবার (২২ ডিসেম্বর) ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে রাজধানীতে এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ এই প্রতিবাদ সভার আয়োজন করেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, যারা এই বাংলাদেশকে সত্যি অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদের কাছে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।’

তিনি বলেন, ‘আমি আপনাদের আহ্বান জানাব, শুধু এখানে এসে একটা প্রতিবাদ সভা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হোন, এই অপশক্তিকে রুখে দিতে হবে।’

আরও পড়ুন : যে আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

বিএনপি মহাসচিব আরও বলেন, ‌‘আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজ গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তাতে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র, আজ সেই জায়গায় আঘাত এসেছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়