Apan Desh | আপন দেশ

বিএনপি থেকে সুখবর পেলেন ৭৪ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২৬ নভেম্বর ২০২৫

বিএনপি থেকে সুখবর পেলেন ৭৪ নেতা

ফাইল ছবি

দলের কেন্দ্র থেকে সুখবর পেয়েছেন আরও ৭৪ জন নেতা। এসব নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাদেরকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। 

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য ৭৪ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  

আরও পড়ুন<<>>‘বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের ন্যক্কারজনক কাণ্ড’

পদ ফিরে পাওয়া নেতারা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), সদর মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানার অন্তর্গত ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবিএম সাইফুল মালেক, শ্রীবর্দী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা (সোনাহার), ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. মহাবুব কায়সার, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক শেখ মসফিকুর হাসান অভি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সালাউদ্দিন নান্নু, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত ৩নং চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম শামসুল আলম, ৩নং চুন্টা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব মো. শামসুল হক, সরাইল থানা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুর রউফ, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, যুক্তরাজ্য বিএনপির সেবুল মিয়া, মুমিন খান মুন্না, সিলেট জেলাধীন বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক বিএনপি নেত্রী মোছা. মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আব্দুল মিয়া, বিশ্বনাথ উপজেরা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ধলা মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব, ওসমানী নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক হাফিজ মো. আরব খাঁন, সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব গৌছ খান, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলাধীন বুরুঙ্গামারী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক (শাহীন শিকদার), শরিয়তপুর জেলাধীন সখিপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানিক উদ্দিন বকাউল।

সিলেট জেলাধীন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. গয়াছ মিয়া, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম, বগুড়া জেলাধীন তালোড়া পৌরসভার ২২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম আলী মুকুল, তালোড়া পৌর বিএনপির সাবেক সহ-মহিলাবিষয়ক সম্পাদক মোসা. সোনিয়া রাজভর, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হারুন তরফদার, তালোড়া পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সমপাদক সৈয়দ আবুল হাসান আজাদ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ মো. তানভীর আহমেদ ফেরদৌস, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আব্দুল জলিল প্রাং, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. হাশেম আলী প্রামাণিক, সাবেক সদস্য মো. মারুফ হাসান, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য তাহেরা আক্তার মিলি, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজ, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন (মুসা), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. জাহিদুর রহমান তুষার, সাটুরিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা মল্লিক, সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, সিংগাইর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি আফরোজা রহমান লিপি, মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম রাজা, হবিগঞ্জ জেলাধীন নবীনগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিনী, টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রশিদুল ইসলাম রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, সাবেক সদস্য ইসরাকুল ইসলাম কামাল, নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মো. জালাল উদ্দীন আলী, গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. রোকসানা আক্তার, বড়াইগ্রাম শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, খুলনা জেলাধীন দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার ৭নং চান্দাই ইউনিয়ন বিএনপি নেতা মো. আলতাফ হোসেন সরকার এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য নাছিম ফারুক খান মিঠু।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়