
নুরুল হক নুর।
এক বছরে ‘জুলাই চেতনার’ কথা বলে যারা দেশ চালিয়েছে, তারা আসলে ভাগ-বাটোয়ারা আর ধান্দাবাজি করেছে। তাদের কারণে দেশ এখন আরও বড় সংকটের মুখে। এ সংকট থেকে সহজ উত্তরণের পথ আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এ মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর তার পোস্টে বলেন, আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না। আমি চাই, এ তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা ‘গণতদন্ত কমিশন’ হোক।
তিনি আরও বলেন, মানুষের সঙ্গে প্রতারণা ও গণ-অভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ করায় এদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।