Apan Desh | আপন দেশ

জামায়াত আমীরের তিন অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত আমীরের তিন অঙ্গীকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে তিনটি অঙ্গীকার পুরণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে দলটির আমীর ডা. শফিকুর রহমান এ অঙ্গীকার করেন।

দল ক্ষমতায় গেলে জনগণের দাবি আদায়ের জন্য আর রাস্তায় নামতে হবে না জানিয়ে তিনি বলেন, ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আমাদের প্রধান ফোকাসে থাকবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াব কীভাবে, বসব কীভাবে, মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সে শিক্ষা আমরা দেবো না। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায় সে শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেবো।

আরও পড়ুন<<>>‘জাতিসংঘে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে’

তিনি আরও বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে। শিক্ষার্থীরা যাতে শিক্ষাজীবন শেষ করে সংশ্লিষ্ট কাজ পেতে পারে।  কেউ বেকার না থাকে। কেউ কাজের বাইরে থাকবে না। হয় সে উদ্যোক্তা নয় তো চাকরিজীবী হবে।

দ্বিতীয় অঙ্গীকার হিসেবে জামায়াত আমীর বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে এ কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ধারণ হবে না। কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে।

তৃতীয় অঙ্গীকারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির জোয়ার কেটে দিবো। এ কথা শুনে অনেকের বুকে ধড়ফড় শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে। তিনি আরও জানান, যে সার্ভিসের গুরুত্ব ও দায়িত্ব যত বেশি, সে সার্ভিসের বেতন কাঠামোও ততটা করতে হবে।

শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেবো, সেটা আমাদের বিপক্ষে গেলেও।

এ সময় আয়না ঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল বলেও জানান জামায়াতে আমীর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা