Apan Desh | আপন দেশ

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ২২:১২, ৭ আগস্ট ২০২৫

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান

তারেক রহমান।

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (০৭ আগস্ট) তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান।

হুমায়ন কবির বলেন, ‌যেহেতু চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তাই নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি অংশ নেবে। সরকার গঠন করলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। এজন্য আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে ব্যাপক আগ্রহ বেড়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে, এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে বেশ আগ্রহ। এ অবস্থায়, তফসিল ঘোষণা হলেই তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন হুমায়ূন কবীর। নভেম্বরে নির্বাচনী তফসিলেরও আশা করেন তিনি।

নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহেই।

হুমায়ূন কবীর জানান, এ বৈঠকের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারো সাক্ষাৎ বা বৈঠকে বাধা দেয়া হতো, যা এখন আর নেই। এখন অনেক দেশই বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

গত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এ বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ তৈরি করা হয়। যা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়