Apan Desh | আপন দেশ

প্রস্তুত শাহবাগ, দলে দলে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪৫, ৩ আগস্ট ২০২৫

প্রস্তুত শাহবাগ, দলে দলে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা

ছবি : আপন দেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরুর অপেক্ষায়। রোববার (০৩ আগস্ট) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। তাদের আগমনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। 

এদিন সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। স্বৈরাচার নিপাত যাক, খালেদা জিয়া ভয় নাই, জিয়ার সৈনিক এক হও এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, সকালেই আমরা সমাবেশস্থলে পৌঁছেছি। নাস্তা শেষে নেতাকর্মীদের চাঙা রাখতে বারবার স্লোগান দিচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠের মানুষ।

দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এ স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।

লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন<<>> ছাত্রদল-এনসিপির সমাবেশ আজ 

সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে যোগ দিচ্ছে। নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখর করছিলেন এলাকা। কেউ কেউ রাস্তায় বসে ছিলেন, আবার কেউ হেঁটে বেড়াচ্ছিলেন আশপাশে। শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এই ভিড় আরও চোখে পড়ার মতো হয়ে ওঠে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, আজ শাহবাগে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত ছিল। সে সময়ে জীবনবাজি রেখে তরুণরা শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। আজকের সমাবেশ সে সাহসী তরুণদের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা হিসেবে, ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ছাত্রদলের সমাবেশ ঘিরে শাহবাগ ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়