 
										আন্দালিব রহমান পার্থ ও তার স্ত্রী শেখ শাইরা শারমিন
অবশেষে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন।
রোববার (১৮ মে) দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব।
বিমানবন্দর ইমিগ্রেশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরওপড়ুন<<>>পার্থ’র স্ত্রীকে বিদেশ যেতে বাধা
এর আগে মঙ্গলবার (১৩ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন শেখ শাইরা শারমিন। চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন জানালেও সেদিন যেতে দেয়া হয়নি তাকে।
তবে কী কারণে তাকে সেদিন যেতে দেয়া হয়নি তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শেখ পরিবারের সদস্য শেখ হেলালের মেয়ে হওয়ার কারণেই হয়তো তাকে আটকে দেয়া হয়েছিল।
এ বিষয়ে ব্যারিস্টার পার্থ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আগেও বলেছি। আইন মেনেই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক গেছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































