Apan Desh | আপন দেশ

আ.লীগ নিষিদ্ধে স্বাগত জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ১১ মে ২০২৫

আপডেট: ১৫:৪০, ১১ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধে স্বাগত জানিয়েছে বিএনপি

সালাহউদ্দিন আহমেদ

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারী নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই।

আরও পড়ুন<<>> আ. লীগকে নিষিদ্ধ করলো সরকার

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসাবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি।

এ সময় সরকারকে দ্রুত রোডম্যাপ দেয়ার আহবান জানিয়ে বিএনপির এ জেষ্ঠ্য নেতা বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে আগামীতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়