
মো. মোশাররফ হোসেন
দুইযুগ ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছেন কলেজশিক্ষক মো. মোশাররফ হোসেন। একজন আদর্শবান শিক্ষক হিসেবে ছাত্রদের ভালোবাসা আর সম্মানেই গড়ে উঠেছে তার জীবনের গল্প। কিন্তু হঠাৎ করেই নিভে যেতে বসেছে তার জীবন প্রদীপ। লিভার সিরোসিস নামক কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এ শিক্ষক। এ রোগের চিকিৎসার জন্য মোশাররফ হোসেনের প্রয়োজন ৪৫ লাখ টাকা। কিন্তু তার অসহায় পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা অসম্ভব।
গত সাত মাস ধরে নিজ সামর্থ্যের সবটুকু উজাড় করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এ কলেজশিক্ষক ও তার পরিবার। জমি বিক্রি, ধারদেনা—সবই শেষ। এখন চিকিৎসাই করাবেন, না পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেবেন মোশাররফ হোসেন। চোখের সামনে চিকিৎসার কাগজ, অন্য পাশে পরিবারের অসহায় দৃষ্টি। একসময় যিনি আলোকিত করেছেন অসংখ্য প্রাণ। আজ তিনি নিজেই এক চিলতে আলোর জন্য চেয়ে আছেন আমাদের দিকে।
চিকিৎসকরা জানিয়েছেন, কলেজশিক্ষক মো. মোশাররফ হোসেনকে বাঁচাতে হলে লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নেই। এতে প্রয়োজন প্রায় ৪৫ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্পূর্ণ অসম্ভব। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) অধ্যাপক ডা. শাহিনুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এখন মোশাররফ হোসেন কোনো শিক্ষক নন, তিনি একজন অসহায় মানুষ, একজন বাবা, একজন স্বামী। এজন্য তিনি সমাজের বিত্তবান,হৃদয়বান মানুষের আর্থিক সহযোগতিা কামনা করেছেন। সবার একটু একটু সহযোগিতা পেলে হয়তো নতুন করে শুরু হতে পারে তার জীবনের পাঠশালা। চলুন, আমরা এগিয়ে আসি। একটি জীবন বাঁচাই।
যেকোনো আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:
<<>> বিকাশ (পারসোনাল): ০১৭১৮৮৭১৩৫৮
<<>> ব্যাংক হিসাব নম্বর: ৩৮২২
রাউটিং: ০৩৫০৪০২২২
শাখা: বেতাগী, বাংলাদেশ কৃষি ব্যাংক
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।