Apan Desh | আপন দেশ

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক বোরকা পরে পালিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ১৭ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৩৬, ১৭ জুলাই ২০২৪

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক বোরকা পরে পালিয়েছেন

ফাইল ছবি

মাঝরাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ঢাবির কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়ার খবর পেয়ে নিজেদের নিরাপত্তার কথা ভেবেই পালিয়ে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানা পালিয়ে যান। এদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেয় শিক্ষার্থীরা। একই সময়ে অন্য হলগুলো থেকেও ছাত্রলীগ নেত্রীদের বের করে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গণমাধ্যমকে বলেন, খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলব। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে সরে যান বলে জানা গেছে।

সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেনে সভাপতি-সম্পাদকসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়