ছবি: আপন দেশ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাঠামো পুনর্বিন্যাসের চিন্তাভাবনা করছে সরকার। ডিএমপিকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ অথবা একাধিক ভাগে বিভক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি ছিল প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠক। তবে বৈঠকে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পরে দুপুরে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ডিএমপি দুই ভাগে বিভক্ত করা হলে কাজের গতি বাড়তে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও সহজ হবে।
আরও পড়ুন <<>> প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল
শফিকুল আলম জানান, ঢাকার আয়তন দিন দিন বড় হচ্ছে। ঢাকা আর আগের মতো ছোট শহর নেই। নতুন এক জরিপে দেখা গেছে, ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এমন বড় শহরে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ কীভাবে আরও সহজ ও কার্যকর করা যায়, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। ডিএমপি উত্তর-দক্ষিণ হবে, নাকি একাধিক অংশে ভাগ করা হবে—এ বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
এ সময় অতীতের প্রশাসনিক মডেলের কথাও আলোচনায় আসে। একসময় গুলশান ও মিরপুর পৌরসভা হিসেবে পরিচালিত হতো—সে অভিজ্ঞতার কথাও উঠে আসে। তবে ডিএমপি পুনর্গঠন বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































