ছবি : আপন দেশ
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের দাপট চলছে কয়েক দিন ধরে। হিম বাতাসের কারণে লোকজন বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়ছেন। এমন অবস্থায় রাজধানীর আবহাওয়া নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি বলছে, আজ ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে। ফলে শীত কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন : গ্রিনল্যান্ড দখলের তথ্য জানাল হোয়াইট হাউস
এদিকে, আজ সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































