Apan Desh | আপন দেশ

রেলে বিনা টিকিটে ভ্রমণ, ৮ লাখ টাকা জরিমানা আদায় 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:০৩, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৪, ২১ ডিসেম্বর ২০২৫

রেলে বিনা টিকিটে ভ্রমণ, ৮ লাখ টাকা জরিমানা আদায় 

ফাইল ছবি

একদিনে ৮৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুজ পেজে দেয়া এক তথ্যে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন। 

আরও পড়ুন<<>>নিকুঞ্জের সামনে উল্টে গেল ট্রাক, তীব্র যানজটে ভোগান্তি

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়