Apan Desh | আপন দেশ

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলাকারীদের গ্রেফতারের ব্যবস্থা নেয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২১ ডিসেম্বর ২০২৫

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলাকারীদের গ্রেফতারের ব্যবস্থা নেয়া হয়েছে’

আ ফ ম খালিদ হোসেন।

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে যারা আগুন দিয়েছে, তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে হামলাকারীদের কিছু ছবি ও পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ময়মনসিংহে এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনাকে 'নিন্দনীয় ও গর্হিত কাজ' হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, আমি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন>>>‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলা আমাদের জন্য লজ্জার’

মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা নিয়ন্ত্রণে সরকারের সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব স্থাপনায় আগেভাগে পুলিশ মোতায়েন করা কঠিন। কখন কোথায় হামলা হবে তা সবসময় জানা যায় না। তবে সরকার এসব ঘটনাকে নিরুৎসাহিত করে।

হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি ও সরকারের মদদ নিয়ে ওঠা অভিযোগ নাকচ করে দেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, সরকার সবসময় স্থিতিশীলতা চায়। মব জাস্টিস বাড়লে তা সরকারের ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হয়। তাই সরকার কেন নিজে এমনটা করতে যাবে? সরকারি মদদে এসব হচ্ছে—এমন দাবি সঠিক নয়।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ সারাদেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলা। এখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না- এ প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, এটা গোয়েন্দা ব্যর্থতা, সরাসরি এভাবে আমার বলাটা উচিত নয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়