Apan Desh | আপন দেশ

ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১০:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৫

ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

ইউজিসির লোগো। ছবি : আপন দেশ

অনিবার্য কারণবশত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে শুক্রবারের (১৯ ডি) নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন : ওসমান হাদির জানাজার সময় জানা গেল

এর আগে এদিন অনিবার্য কারণবশত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়