Apan Desh | আপন দেশ

জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ২৫ নভেম্বর ২০২৫

জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

ছবি : আপন দেশ

সম্প্রতি পুলিশকে নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উসকানি দেয়।

পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভাষ্য, কারও দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্খা বাস্তবায়নের সে দিন সুদূর পরাহত।

সোমবার (২৪ নভেম্বর) রাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলা হয়। পুলিশের এএসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সংগঠনের সদস্য।

প্রতিবাদলিপিতে বলা হয়, শনিবার (২২ নভেম্বর) একটি রাজনৈতিক দলের সমাবেশে তাদের সাবেক এমপি বলেন, যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।

এমন বক্তব্যকে গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের মত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্যের শামিল হিসেবে দেখছে সংগঠনটি। পাশাপাশি বক্তব্যটিকে ‘রাজনৈতিক উচ্চাকাঙ্খামূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী’ হিসেবেও বর্ণনা করেছে তারা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী শনিবার চট্টগ্রামে একটি সমাবেশে এমন বক্তব্য দেন। বক্তব্যের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। জামায়াত এর মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে বক্তব্যটি তার ব্যক্তিগত মতামত।

আরও পড়ুন<<>>প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে: শাহজাহান চৌধুরী

এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সংগঠনটির পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশ পুলিশ সংবিধান ও বিধিবদ্ধ আইনের মাধ্যমে পরিচালিত হয়। গত ১৭ বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্খী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সঙ্গে দূরত্বের ক্ষেত্র তৈরি করে। ৫ অগাস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ অত্যন্ত নিরপেক্ষ ও সুচারুভাবে দায়িত্ব পালন করছে। কোন দল ও মতের পক্ষে বা বিপক্ষে অবস্থান করে কোন কার্যক্রম গ্রহণ করছে না, বরং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন-আকাঙ্খার পুলিশে রূপান্তরিত হয়েছে।

২০২৬ এর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারও দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্খা বাস্তবায়নের সে দিন সুদূর পরাহত। বিধিবদ্ধ আইন ও জনকল্যাণকে সামনে রেখে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাস রাখে।

এদিকে রাতে পৃথক বিবৃতিতে একই ঘটনার নিন্দা প্রতিবাদ জানিয়েছে নন ক্যাডার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সংগঠন 'বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন'।

সংগঠনটি বলছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বক্তব্য নির্বাচনকালীন নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশকে বিপর্যস্ত করতে পারে। এসব মন্তব্যের মাধ্যমে জনমনে পুলিশ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী দেয়া এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অপমান ও বিভ্রান্ত করার জন্য তার জনসম্মুখে দুঃখপ্রকাশ করা আবশ্যক।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়