ছবি : আপন দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোন শঙ্কা নেই। বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে।
একজন নিরাপত্তা বিশ্লেষক বলছেন যে দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি কিনা; এমন প্রশ্নে তিনি বলেন, এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। আর সে কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলো; সেটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক। কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে; তা আমার জানা নেই। আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।
আরও পড়ুন<<>>স্বাস্থ্য-ইন্টারনেট সংযোগে বাংলাদেশ-ভুটানের দুই সমঝোতা
ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, অন্য কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা; আমার জানা নেই। তবে, আমাদের দেশে নেই। অনেক দেশে নাকি একটা অ্যাপ আছে যে দশ সেকেন্ড আগে সতর্কতা দেয়া যায়। এমন একটা অ্যাপ খোলা যায় কিনা; আমরাও সে চিন্তা করছি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেকে বলে, একটা ভূমিকম্প হওয়ার পরে এক-দেড়ঘণ্টা পর আরেকটা হওয়ার শঙ্কা থাকে। এক-দেড়ঘণ্টা পর সে শঙ্কা কমে যায়। কিন্তু আমাদের দেশে তো একটা হওয়ার পর ছোট আকারে আরেকটা হয়েছে। আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ না। পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।
পাশাপাশি সবার প্রতি বিল্ডিকোড মেনে চলার প্রতি আহবানন জানিয়ে উপদেষ্টা বলেন, জলাশয় ভরাট করে ভবন করা হচ্ছে। এতে ঝুঁকি বেশি থাকে। ভূমিকম্প হলে লোকজন গিয়ে কোথাও দাঁড়াবে, তেমন কোনো মাঠও নেই। ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে।
মধ্যরাতে এক সাংবাদিককে ডিবির তুলে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে, তিনি যে কাজটি করেছেন, সেটা সাংবাদিক হিসেবে না, সেটা ছিল অন্য ধরনের কাজ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































