Apan Desh | আপন দেশ

জামায়াত-এনসিপিসহ ৭টি দলের সঙ্গে ইসির মতবিনিময় চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৩, ১৯ নভেম্বর ২০২৫

জামায়াত-এনসিপিসহ ৭টি দলের সঙ্গে ইসির মতবিনিময় চলছে

ছবি : আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) জামায়াত ও এনসিপিসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় শুরু করেছে  সংস্থাটি।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় শুরু হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আগামী বছরের ফেব্রয়ারির মাঝামাঝি হওয়ার কথা এ জাতীয় নির্বাচনের। সে লক্ষ্য সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে বুধবার মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে সংস্থাটি।

আরও পড়ুন<<>>আজ ইসির সঙ্গে বিএনপি-জামায়াতসহ ১২ দলের বৈঠক

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে মতবিনিময় করবে ইসি।

পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-(বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঙ্গে মতবিনিময় করবে ইসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: