
নুরুল হুদা।
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগেও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ দুই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হলো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদা। এর আগে গতকাল মঙ্গলবার মারা যান শামিম আহম্মেদ।
আরও পড়ুন>>>সাবেক ছাত্রলীগ সম্পাদক অজয় কর খোকন গ্রেফতার
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি ২০০৭ সালের ২১ জুন কর্মে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে শামীম আহমেদ নামে ফায়ার কর্মীর মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাটি গ্রামে। এ ঘটনায় দগ্ধ আরও দুইজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।