Apan Desh | আপন দেশ

রাশিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া 

ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে

বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়ায় ‘ওয়েস্ট-২০২৫’ অংশগ্রহণ করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সফলভাবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এ মহড়ায় অংশ নেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ‍্য জানানো হয়েছে। 

পোস্টে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ০১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করে।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৩৭ জন সেনাসদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ নামক অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এ মহড়ায় অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এ মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশগ্রহন করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়