Apan Desh | আপন দেশ

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৬ বাংলাদেশি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৬ বাংলাদেশি

ফাইল ছবি

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এর আগে স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) তারা ঢাকার উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন<<>>পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, বাংলাদেশি পাইলট আটক

দূতাবাস থেকে জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এর অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আইওএমের সহযোগিতায় ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধিদল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার বিষয় তুলে ধরেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়