
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
আরওপড়ুন<<>>ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
তৌহিদ হোসেন বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের ফেরত আসা সম্ভব হবে।
ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে।
অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে, তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের বিরক্ত না করেই সরে যায়। আমাদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনো সংকটের আশঙ্কা করছি না।
তিনি জানান, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে আটকে পড়াদের সঙ্গে। আমরা আশা করি, সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।