Apan Desh | আপন দেশ

অবৈধ অস্ত্রের খবর দিন, পরিচয় গোপন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৩৬, ৬ সেপ্টেম্বর ২০২৫

অবৈধ অস্ত্রের খবর দিন, পরিচয় গোপন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: আপন দেশ

দেশে কোথাও অবৈধ অস্ত্র দেখলে সাথে সাথে খবর দিন। সরকার অস্ত্রধারীদের ধরে ফেলবে। যিনি খবর দেবেন, তার পরিচয় গোপন রাখা হবে। তাকে পুরস্কৃতও করা হবে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

গুয়াগাছিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ক্যাম্প। সম্প্রতি অস্থায়ীভাবে এ ক্যাম্পটি চালু হয়েছে। ক্যাম্পটি হওয়ায় স্থানীয়রা অনেক খুশি। তারা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন।

গ্রামবাসীরা জানান, এ ক্যাম্প হওয়ার পর থেকে এলাকার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আগে এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো। যা এখন বন্ধ। ভয়ে অনেক পরিবার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, তারা এখন আবার গ্রামে ফিরতে শুরু করেছে।

আরও পড়ুন>>>>অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অস্থায়ী ক্যাম্পটিকে দ্রুতই স্থায়ী পুলিশ ফাঁড়িতে পরিণত করা হবে। এ ফাঁড়িটি স্থায়ী করার জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। আশা করছি, এটি স্থায়ী ফাঁড়ি হয়ে যাবে।

তিনি বলেন, গত তিরিশ–চল্লিশ বছরের ঘটনা আমি বলতে পারব না, তবে এখানে একটি ক্যাম্প দরকার—এটা আমি অনুভব করি। আমি বলছি না যে আমাদের দেশে এক হাজারের বেশি সমস্যা নেই। দেশে তো সমস্যাই হচ্ছে, কিন্তু আমাদের সে সমস্যার ভেতর থেকেই কাজ করে যেতে হবে। আমরা যেটা ভালো মনে করব, সেটাই করব। এখন অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। সবাই তাদের নিজ নিজ স্বার্থ হাসিল করতে চাইবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নয়ন ও পিয়াশের প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করছিলাম—শোনা যাচ্ছে তারা দেশে নেই, পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে। তবে দেশে ফিরে এলে তাদের কেরানীগঞ্জ জেলখানা ছাড়া অন্য কোথাও স্থান হবে না। এ এলাকায় তাদের কোনো স্থান হবে না। ফাঁড়িটি স্থায়ী করার জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। আশা করছি, আল্লাহর কৃপায় এটি স্থায়ী ফাঁড়ি হয়ে যাবে।

তিনি বলেন, যেসব অবৈধ অস্ত্র রয়েছে—আমি আগেই বলেছি, আমরা একটি ঘোষণা দিয়েছি; আপনারা আমাদের খবর দিন, আমরা ধরে ফেলব। আর যিনি খবর দেবেন, তাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে। পুলিশকে শক্তিশালী করার জন্য কোস্টগার্ডের টহলও বাড়ানো হবে।
 
আলু নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, আলুর ব্যাপারে সত্যিই কৃষকরা দাম পাচ্ছেন না। এজন্য আমরা কোল্ড স্টোরেজে গেটে আলুর দাম কেজিতে ২২ টাকা নির্ধারণ করেছি। এ কারণে এখন আলু খুব বেশি বের হচ্ছে না। তবে এক টাকা বা দেড় টাকা করে দাম বাড়ছে। আমি আশা করি, আগামী ১৫ দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে।
 
খুচরা বাজার দর নির্ধারণ নিয়ে তিনি বলেন, খুচরা বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা বড় বাজার নিয়ন্ত্রণ করতে পারব। তবে আপনাদের সবার মুখ আমি তো বন্ধ করতে পারব না, পারব? একজন না একজন প্রশ্ন তুলবেই।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়