Apan Desh | আপন দেশ

‘নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২২, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে’

আইজিপি বাহারুল আলম। ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২ হাজার এএসআই সরাসরি নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই হাজার নতুন এএসআই নিয়োগ দেয়া হবে। এছাড়াও আরও ২ হাজার এএসআই আসবে পদোন্নতির মাধ্যমে।

আরওপড়ুন<<>>নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

পুলিশের মহাপরিদর্শক বলেন, যতো দ্রুত সম্ভব এ নিয়োগ সম্পন্ন করে ফেলতে চাই। আট হাজার এএসআই চেয়েছিলাম। এখন চার হাজার অনুমোদন পেয়েছি, বাকিটা দেখা যাক।

এ নিয়োগ আগামী নির্বাচনকে সামনে রেখে দেয়া হচ্ছে কিনা? এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, হ্যাঁ, আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশকিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোই আসলে আমরা ওয়ার্কআউট করছি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়