
ফাইল ছবি
রাজধানীর বাড্ডার আনন্দনগরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— তোফাজ্জল মিয়া (৩২), তার স্ত্রী মানসুরা বেগম (২৪), ও তাদের তিন মেয়ে: তানিশা (১২), মিথিলা (৮) ও তানজিলা (৪)। তারা সবাই দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, ওই পরিবারের রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ ছিল। রাতে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে রাত ১টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগর থেকে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে তোফাজ্জল হোসেনের ৮০ শতাংশ, তার স্ত্রী মানসুরা ৬৭ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়া তাদের কন্যা তানজিলা ৬৬ শতাংশ, মিথিলা ৬০ শতাংশ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও জেলার চিলারং থানায়। তিনি পেশায় একজন শ্রমিক। বর্তমানে পরিবারসহ আফতাব নগরের আনন্দনগর এলাকায় ভাড়া থাকতেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।