Apan Desh | আপন দেশ

জাতীয় সংগীত-নাচ-গানে নারীর ডাকে মৈত্রী যাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ১৬ মে ২০২৫

আপডেট: ২২:০৩, ১৬ মে ২০২৫

জাতীয় সংগীত-নাচ-গানে নারীর ডাকে মৈত্রী যাত্রা

ছবি: আপন দেশ

দেশে চলমান নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, সম্পদ, উত্তরাধিকারে সমানাধিকার নিশ্চিত করার দাবিতে 'নারীর ডাকে মৈত্রী যাত্রা' অনুঠিত হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে বেলা ৩টায় এ যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, নাটক, নারীবাদী কবিতা, দেশাত্ববোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের শিল্পীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ঘোষণাপত্র পাঠ শেষ করে শুরু হয় মৈত্রী যাত্রা অর্থাৎ র‍্যালি। ৩৫.২৭ ডিগ্রি  তাপমাত্রার দুপুরের প্রচন্ড রোদের দাপদাহ উপেক্ষা করে, রোদে পুড়ে, ঘামে ভিজে হাজার হাজার নর-নারী– বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সমাজ সংস্কারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও কর্মী, বম নারী, আদিবাসী নারী, চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, গৃহিনী, কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে নারীর উপস্থিতি ছিল প্রায় ৯৫ শতাংশ।

চা শ্রমিকের অধিকার নিশ্চিত করা, বম নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষকের শাস্তি নিশ্চিত করা, আদিবাসীসহ সকল নারীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষে বারবারই ঘোষণা করা হয়, এ আয়োজন সম্মিলিত। সবার স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ অয়োজন করা হয়েছে। এ অয়োজনের উদ্দেশ্য নারীর প্রতি দায়িত্বের কথা রাষ্ট্রকে মনে করিয়ে দেয়া। পাশাপাশি মৌলবাদ, পুরুষতান্ত্রিকতা রুখতে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে, তা মনে করিয়ে দেয়া।

মৈত্রী যাত্রায় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, সহ-সভাপতি কবি শহীদুল্লাহ ফরায়জী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি  ইউসুফ রেজা, নিার্বাহী সদস্য কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন  ও কবি নাহিদ হাসান প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়