Apan Desh | আপন দেশ

বিশেষ অভিযানে আরও গ্রেফতার ১৬৪৭

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৫০, ১৩ মে ২০২৫

বিশেষ অভিযানে আরও গ্রেফতার ১৬৪৭

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪ জন। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৬৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি এলজি (স্থানীয় অস্ত্র) উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন>>>জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের

পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ বিশেষ অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়