Apan Desh | আপন দেশ

রাজধানীতে বিআরটিসির ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৫৮, ২৭ এপ্রিল ২০২৫

রাজধানীতে বিআরটিসির ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নিহত এসএসসি পরীক্ষার্থী নাঈম

রাজধানীর উত্তরায় পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈমের সহপাঠী পল্লব কুমার শীল বলেন, তাদের পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজে। নাঈম কমার্স বিভাগের ছাত্র ছিল। আজকে নাঈমের ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী বিআরটিসির একটি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।

আরওপড়ুন<<>>ধানমন্ডি থেকে সাবেক এমপি জাফর আলম গ্রেফতার

দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায় নাঈম। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও কৌশলে চালক পালিয়ে যান।

নিহত নাঈমের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় থাকে তারা। নাঈম উত্তরা হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে  মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা