Apan Desh | আপন দেশ

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পুলিশের তলব, ক্র্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:০৯, ২০ মে ২০২৫

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পুলিশের তলব, ক্র্যাবের নিন্দা

মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা এক অভিযোগের তদন্তে সাক্ষী হিসেবে তাকে তলব করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এ নিন্দা জানান।

ক্র্যাব নেতারা বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদককে এভাবে তলব করতে পারে না। তারা(পুলিশ) আদালত নন। এটি অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষ এভাবে তলব না করে গোপনে সাংবাদিকের কাছে তথ্য-প্রমাণ চাইতে পারেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো ট্রাফিক পুলিশের চিঠিতে দেখা যায়, মো. মিনার হোসেন ফাহিম নামের এক ব্যক্তি ডিএমপির এসআই মেহেদী হাসান মিলন, এএসআই মো. শফিরুল ইসলাম ও কনস্টেবল গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সে অভিযোগ তদন্তে ২০ মে সকাল ১০টায় মিরপুর ট্রাফিক পুলিশের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানার কার্যালয়ে সাক্ষী হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও সাক্ষ্য প্রমাণসহ হাজির থাকার অনুরোধ জানায় পুলিশ।

এ প্রসঙ্গে সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি অভিযোগকারী ফাহিমের মুখে ঘটনার কথা শুনেছেন। এখানে তার সাক্ষী হওয়ার সুযোগ নেই। এরপরও তাকে ফোনে দুইবার ও পরে নোটিশ পাঠিয়ে দফতরে হাজির হওয়ার চাপ দেয়া হয়।

জাহাঙ্গীর আলম জানান, তিনি আজ বেলা ১১টা ৫২ মিনিটে শাজাহানপুর থানা থেকে একটা ফোন পান। পুলিশ কর্মকর্তা তাকে সন্ধ্যায় থানায় গিয়ে চিঠিটি গ্রহণ করতে বলেন। যদিও হাজির হওয়ার সময় দিয়েছে সকল ১০টা।

ক্র্যাব নেতারা বলেন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তার দফতরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক ও মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থি। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ক্র্যাব নেতারা৷

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়