
কবি: খৈয়াম কাদের
ফি-বছর বর্ষাকালে
কবি: খৈয়াম কাদের
আমাদের মেহমান হয় -
মেঘের বর্ষণ
জলের প্লাবন
নদীর ভাঙন,
স্নানে স্নানে আমরা শীতল হই, নিঃস্ব হই
আনন্দে সানন্দে তখন হাসতে থাকি!?
আমাদের উঠোনে ত্রাণ নামে
আমাদের পাশে নিয়ে
ত্রাতারা ছবি উঠান, কাঁদেন!?
উল্লাসে বোদলে যায়
আমাদের প্যাথোলজিক্যাল গণিতের খাতা!!
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।