Apan Desh | আপন দেশ

অল্প বয়সীরা যে কারণে বেশি বয়সী নারীর প্রেমে পড়ে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ৯ জুলাই ২০২৫

অল্প বয়সীরা যে কারণে বেশি বয়সী নারীর প্রেমে পড়ে

প্রতীকী ছবি

বর্তমান সমাজে প্রেমের ধরন বদলে গেছে। আগে যেখানে প্রেম মানেই ছিল বয়সে বড় পুরুষ আর ছোট নারী, এখন সেখানে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। অল্প বয়সী অনেক পুরুষই প্রেমে পড়ছেন নিজের চেয়ে বড় বয়সের নারীর। এমন সম্পর্ক এখন আর বিস্ময়ের কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে—কী কারণে এমন আকর্ষণ জন্মায়? বেশি বয়সী নারীর মধ্যে এমন কী থাকে, যা তরুণদের হৃদয় জয় করে নেয়? চলুন জেনে নেওয়া যাক সে বিশেষ কিছু কারণ।

গুছিয়ে কথা বলা 

ছোটদের তুলনায় স্বাভাবিকভাবেই বয়সে বড় মেয়েরা ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারেন। আর এ স্বভাবটি পুরুষরা বেশ পছন্দ করেন। 

পরিণত মনস্ক

বেশি বয়সী মেয়েরা পরিণত মনস্কের হয়ে থাকেন। যেকোনো বিষয়ে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করেন পুরুষরা। তাই নিজের থেকে বয়সে বড় নারীর প্রেমে পড়েন তারা।  

গাম্ভীর্য পূর্ণ 

গালগল্প করতে পছন্দ করেন না অনেক ছেলেই। কিছুটা গম্ভীর স্বভাবের মেয়েদের ভালো লাগে তাদের। এক্ষেত্রে বয়সে বড় মেয়েরা থাকে পছন্দের শীর্ষে। 

আত্মবিশ্বাসী 

কমবয়সী মেয়েরা ছোটোখাটো বিষয়েও নিরাপত্তাহীনতায় ভোগে। কিন্তু বেশি বয়সী নারীরা হন আত্মবিশ্বাসী। তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য মুগ্ধ করে কম বয়সী পুরুষদের। 

পরিস্থিতি বোঝা 

ম্যাচিউরিটি থাকায় বেশি বয়সী মেয়েরা প্রেমিককে নিজের জীবনের বিষয় নিয়ে খুব একটা চাপ দেন না। এরা বেশিরভাগ সময় ঠান্ডা মেজাজের হয়। যেকোনো পরিস্থিতি সহজে সামলে উঠতে পারেন। তাই বেশি বয়সী নারীর প্রেমে পড়েন পুরুষ। 

স্বাবলম্বী 

প্রেমের জন্য বাড়তি খরচ করতে কে ই বা চায়? বয়সে বড় নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাবলম্বী হয়ে থাকেন। তাই তাদের সঙ্গে প্রেম করলে পকেটে টান পড়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া, বয়সে বড় নারীদের চাহিদাও কম থাকে। 

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়