Apan Desh | আপন দেশ

হ্ত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদি-নাসির উদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:২৩, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৩০, ২০ অক্টোবর ২০২৫

হ্ত্যাচেষ্টা মামলায় তৌহিদ আফ্রিদি-নাসির উদ্দিন গ্রেফতার

নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এবার হ্ত্যাচেষ্টা মামলায় তাদের দু'জনকে গ্রেফতার দেখাল আদালত।

সোমবার (২০ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি.এম.ফারহান ইশতিয়াক। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ঠিক করেন।

আরও পড়ুন>>>কর্ম বিরতির মধ্যেই আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেয়।

মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে দুর্জয় নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাতও পান তিনি। ওই সময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়।

পরে পথচারীরা তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন দুর্জয়। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়।

গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাবে পাঁচদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ মামলায় গ্রেফতার দেখানো হলো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়