Apan Desh | আপন দেশ

রোববার খুলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০২, ১৮ অক্টোবর ২০২৫

রোববার খুলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

সুপ্রিমকোর্ট

লম্বা অবকাশকালীন ছুটি শেষে রোবববার (১৯ অক্টোবর) খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তার আগে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য নতুন করে ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। 

একইসঙ্গে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চ গঠন সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে রোববার খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এসময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।

আরও পড়ুন<<>>‘শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত’

এদিকে অবকাশকালীন ছুটি শেষে রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা। বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন। মিলনমেলা উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং  আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়