Apan Desh | আপন দেশ

লেকশোর হোটেল মালিককে হাজির করতে ৪ সন্তানের রিট

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৯ মে ২০২৫

লেকশোর হোটেল মালিককে হাজির করতে ৪ সন্তানের রিট

ফাইল ছবি।

বিলাসবহুল লেকশোর হোটেলের মালিক কাজী শামসুল হককে (৯২) আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার ৪ সন্তান।

তাদের অভিযোগ, অন্য দুই সন্তান তাদের বাবাকে গৃহবন্দি করে রেখেছেন। সোমবার (১৯ মে) রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটকারীরা হলেন- কাজী ফারহানা জাহান, কাজী ফারজানা রহমান, কাজী রাশেদুল হক এবং কাজী আশফাক শামস। তাদের অভিযোগ, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় তারা বাবার সাক্ষাৎ পান না।

আইনজীবী সাকিব মাহবুব বলেন, লেকশোর হোটেলের মালিক কাজী শামসুল হক দীর্ঘ ৫ বছরের বেশি সময় অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী। ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি হিতাহিতজ্ঞান লুপ্ত। এজন্য চিনতে পারেন না পরিবারের সদস্যদেরও। ছয় সন্তানের জনক কাজী শামসুল হক তার বর্ণাঢ্য কর্মজীবনে অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে হোটেল ব্যবসা পরিচালনা করে এসেছেন।

আরওপড়ুন<<>>সাবেক মন্ত্রী তাজুলসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি জানান, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিভিন্ন স্থানে সম্পত্তিও কিনেছেন। কাজী শামসুল হক সব সময় সন্তানদের প্রতি দায়িত্বশীল ছিলেন। তাদের স্বাধীনতা ও ব্যক্তিত্বের বিকাশে উৎসাহ জুগিয়ে এসেছেন সব সময়। কিন্তু কাজী শামসুল হকের মানসিক অসুস্থতার সুযোগ নেন তার ছোট ছেলে কাজী তারেক শামস ও বড় ছেলে কাজী এহসানুল হক। তারা লেকশোর হোটেলসহ বাবার অর্জিত সব সম্পত্তি অবৈধভাবে দখলের অভিপ্রায়ে ছোও বড় ছেলে কাজী শামসুল হককে গৃহবন্দি করে রেখেছেন।

তাদের যোগসাজশে বাধাপ্রাপ্ত হয়ে কাজী শামসুল হকের বাকি চার সন্তান-কাজী ফারহানা জাহান, কাজী ফারজানা রহমান, কাজী রাশেদুল হক এবং কাজী আশফাক শামস দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বাবার সাক্ষাৎ পান না।

এ আইনজীবী আরও বলেন, সম্পত্তি জবরদখল করার হীন অভিপ্রায়ে কাজী শামসুল হককে আটকে রেখে দেখাশোনার অভাবে অযত্নে ফেলে রাখা হয়েছে। ইতোমধ্যেই নানাবিধ অসুস্থতা ও বয়সের ভারে ন্যুব্জ কাজী শামসুল হক, তদুপরি এভাবেই প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যের অবনতি ঘটানো হচ্ছে তার। এ অবিচার ও নির্যাতনের প্রতিকার চেয়ে ২০২৩ সাল থেকেই আদালতের শরণাপন্ন হয়ে আসছেন কাজী শামসুল হকের উল্লিখিত চার সন্তান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়