Apan Desh | আপন দেশ

ছাত্রদল নেতা সাম্য হত্যায় তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ১৭ মে ২০২৫

ছাত্রদল নেতা সাম্য হত্যায় তিন আসামি রিমান্ডে

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির ৬ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার(১৭ মে) ঢাকা চীফ মেট্রোপলিটন কোর্টের (সিএমএম) ম্যাসিজট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন, মাদারীপুর সদর উপজেলার এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

আরওপড়ুন<<>>ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা নিহত, আটক ২

আজ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) রাত পৌন ১২টার দিকে সাম্য তার বন্ধু আশরাফুল আলম রাফি ও মো. আব্দুল্লাহ আল বায়েজিদকে নিয়ে মোটরসাইকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাবিতে ফিরছিলেন। এ সময় রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরাতন ফোয়ারার কাছে অজ্ঞাতনামা ১০/১২ জন তাদের মোটরসাইকেল দিয়ে সাম্যের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আরওপড়ুন<<>>সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, আল্টিমেটাম

ধাক্কার কারণ জানতে চাইলে সাম্য ও তার দুই বন্ধুর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। একপর্যায়ে এক হামলাকারী সাম্যকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের পেছনে উপর্যপুরি আঘাত করেন। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় সাম্য মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়