Apan Desh | আপন দেশ

‌‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০৭, ২১ এপ্রিল ২০২৫

‌‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়’

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। হাজতখানা থেকে এজলাসে নেয়ার পথে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান একথা বলেন।

সোমবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়।

রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। 

এদিন ঢাকার সিএমএম আদালতে সকালে তাকে আদালতে আনা হয়। এরপরে শাহজাহান খানকে হাজত খানায় রাখা হয়। পরে সকাল সাড়ে ১০টায় হাজতখানা থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আনা হয় তাকে। আদালতে আনার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।

এসময় নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করবো। হাজতখানায় নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তোমরা কিছু বলো না। শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এ সময় তিনি আবারও বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’

এর আগে গতকাল রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি। গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়