Apan Desh | আপন দেশ

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১২ নভেম্বর ২০২৫

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট

ফাইল ছবি

আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই আল-কায়েদা কমান্ডার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এ ইস্যুতে কোনো কথা হয়নি তার। এ সময়, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ করতে এবং কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন<<>>শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি হস্তান্তরের নির্দেশ

এর আগে, সোমবার(১০ নভেম্বর) ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠক হয় শারার। ছয় মাস আগে সৌদি আরবে তাদের প্রথম সাক্ষাতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে আরোপিত ওই নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। 

অপরদিকে, সিরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, আল-শারা এবং ট্রাম্প 'সিরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তৎপর। আলোচনায় উভয় রাষ্ট্রপতি অভিন্ন স্বার্থের বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোকপাত করেছেন বলেও জানানো হয়।

উল্লেখ্য, ওয়াশিংটনে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার প্রথম সফর ছিল এটি। ১৯৪৬ সালে দেশটির স্বাধীনতার পর হোয়াইট হাউসে আসা প্রথম সিরিয়ান নেতা ছিলেন আল-শারা। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়