Apan Desh | আপন দেশ

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:৩৮, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৪০, ২৩ আগস্ট ২০২৫

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিরা

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।  এর ফলে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ইহুদিবাদী দেশটির স্থানীয় সংবাদামাধ্যম এ খবর জানিয়েছে। 

আল জাজিরা আরবি নেটওয়ার্কের মতে, স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) ইসরায়েলি গণমাধ্যমগুলো অধিকৃত অঞ্চলগুলোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।

প্রতিবেদনটিতে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী শাসকগোষ্ঠীর দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরও পড়ুন<<>>গাজায় ইসরায়েলি বোমায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির কেন্দ্রস্থলের বিশাল এলাকায় সাইরেন শোনা গেছে।

ইসরায়েলি টিভি চ্যানেল ১২ জানিয়েছে, পূর্ব তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

ইসরায়েলি ‍সূত্র আরও জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার খবরে হাজার হাজার নাগরিককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়