
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিকদের অন্য দেশে হওয়া নির্বাচনের নিরপেক্ষতা বা স্বচ্ছতা নিয়ে কোনো ধরনের মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ পদক্ষেপ বিদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উৎসাহিত করার ওয়াশিংটনের ঐতিহ্যগত অবস্থানের বড় পরিবর্তন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ নোট থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্স বলছে, এমন নির্দেশনার মধ্য দিয়ে বিদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রচারের দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবস্থান থেকে সরে এলো ওয়াশিংটন।
আরওপড়ুন<<>>গোপালগঞ্জে সহিংসতার ঘটনা নিয়ে যা বলল ভারত
প্রতিবেদন মতে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে পাঠানো তারবার্তায় বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতির ‘সুস্পষ্ট ও জরুরি’ স্বার্থ না থাকলে এখন থেকে এ দফতর নির্বাচন-সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেবে না।
গোপন নয়, তবে ‘সংবেদনশীল’ চিহ্নিত ওই বার্তায় আরও বলা হয়েছে, যখন কোনো দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে। সেসময় আমাদের বক্তব্য হবে সংক্ষিপ্ত এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো। প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থের কথা উল্লেখ করার মধ্যে তা সীমাবদ্ধ থাকবে।
বার্তায় বলা হয়, বিদেশের কোনো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। সূত্র: রয়টার্স
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।