Apan Desh | আপন দেশ

পরমাণু কর্মসূচি চালু হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক  ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২৮ জুন ২০২৫

আপডেট: ১৮:০৮, ২৮ জুন ২০২৫

পরমাণু কর্মসূচি চালু হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

ইরান যদি পরমানু কর্মসূচি চালু করে তাহলে দেশটিতে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্রভাবে সমালোচনা করেন এ কথা বলেন তিনি।

এ সময় ট্রাম্প ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা বাতিল করে বলেন, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালায়। তাহলে তিনি আবার ইরানে বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন।

আরওপড়ুন<<>>পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম যে মন্তব্য করেছিলেন, তার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখান মার্কিন প্রেসিডেন্ট। এ সংঘাতের সমাপ্তি ঘটে যখন গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে খামেনির বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দেন ডেনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে খামেনিকে তিনি ‘একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু’ থেকে রক্ষা করেছিলেন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়