Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:৩৪, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৫২, ৯ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো চীন

ফাইল ছবি

মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।  যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের শুল্কের জবাবে এ ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে এ শুল্ক কার্যকর হবে। যা দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। 

বুধবার (০৯ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পাল্টা-পাল্টি শুল্কারোপের এ ঘটনায় মাধ্যমে দু'দেশের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক অর্থনীতিতে এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা।

গত ২ এপ্রিল এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। চীনের ওপর ধার্য করা হয় ৩৪ শতাংশ শুল্ক।

পাল্টা পদক্ষেপ হিসেবে তার পরের দিনই মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে বেইজিং। এতে ব্যাপক ক্ষুব্ধ হন ট্রাম্প এবং ৭ এপ্রিল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় বলেন, বেইজিং যদি মঙ্গলবার (৮) এপ্রিলের মধ্যে এই শুল্ক প্রত্যাহার না করে— তাহলে সব ধরনের চীনা পণ্যের ওপর রপ্তানি শুল্ক আরও ৫০ শতাংশ বাড়ানো হবে। ৯ এপ্রিল (বুধবার) থেকে তা কার্যকর হবে।

ট্রাম্পের এ ঘোষণার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রুশ সংবাদমাধ্যম আরটি। মন্ত্রণালয়ের এক মুখপাত্র আরটি-কে জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে বেইজিং বিচলিত নয়। যদি ট্রাম্প শুল্কের মাধ্যমে ‘অর্থনৈতিক উৎপীড়ন’ জারি রাখেন, তাহলে চীন পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত।

বেইজিং ট্রাম্পের হুমকিতে সাড়া না দেয়ায় আজ ৯ এপ্রিল থেকে চীনা পণ্যের ওপর কার্যকর হয়েছে বর্ধিত শুল্ক। বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর মোট আরোপিত শুল্ক পৌঁছেছে ১০৪ শতাংশে। এর পাল্টায় ঠিক আজকের দিনেই মার্কিন পণ্যের ওপর রফতানি শুল্ক ৮৪ শতাংশে উন্নীত করল চীন।

গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত সে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মৌলিক বা বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুরসহ ১২টি দেশের ওপর; বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশের বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর— ৪৬ শতাংশ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ধার্য করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক।

৫ এপ্রিল থেকে বেসলাইন শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের ওপর ১০ শতাংশের বেশি শুল্ক ধার্য করা হয়েছে, তা সংগ্রহ শুরু হবে ৯ এপ্রিল থেকে।

ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরের পর ইউরোপীয় শেয়ারবাজারগুলো নিম্নমুখী ছিল, এখন মার্কিন আমদানিতে চীনের ৮৪ শতাংশ শুল্ক ঘোষণার পরে তা আরও হ্রাস পেয়েছে। ইউকে তালিকাভুক্ত বৃহত্তম সংস্থাগুলোর এফটিএসই ১০০ সূচক আজ পর্যন্ত ৩.৩ শতাংশ কমেছে। এছাড়া জার্মান, ফ্রান্সের সুচকও নেমে গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়