 
										ছবি সংগৃহীত
শক্তিশালী হারিকেন মিল্টন সর্বপ্রথম আঘাত হানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিয়েস্তা বে এবং ফোর্ট মায়ার্সে। ওই সময় এটি ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবে আঘাত হানে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি ছাড়িয়ে যায়।
ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটাসবার্গে ১৮ ইঞ্চি এবং স্বচ্ছ পানির সমুদ্র সৈকতে ১৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়। যা এক হাজার বছরে একবার হয়। হারিকেনের প্রভাবে টর্নেডো সৃষ্টি হওয়ার আশঙ্কা এবং জলোচ্ছ্বাসের ঘটনা ঘটতে পারে।
হারিকেনটি এখনও পুরোপুরি অতিক্রম না করায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। জরুরি পরিষেবার কর্মীরা ঝড়ের শক্তি বেশি থাকায় কাজ বন্ধ রেখেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































