Apan Desh | আপন দেশ

রাফসান-জেফারকে নিয়ে জল্পনার অবসান হচ্ছে

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৯, ১৪ জানুয়ারি ২০২৬

রাফসান-জেফারকে নিয়ে জল্পনার অবসান হচ্ছে

উপস্থাপক রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমানকে নিয়ে গত কয়েক বছর ধরেই শোবিজ আঙ্গনে গুঞ্জন। তারা চুটিয়ে প্রেম করছেন। তবে গণমাধ্যম ও ভক্তদের কাছে বরাবরই বিষয়টি অস্বীকার করে তারা ‘ভালো বন্ধু’র পরিচয় দিয়েছেন। কিন্তু এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এ তারকা জুটি। দুজনের পারিবারিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বেশ গোপনেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলেছে পরিকল্পনা। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা। সেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতে বিয়ে সম্পন্ন হবে।

আরও পড়ুন<<>>তারকা ফুটবলারের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন

আগে থেকেই সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে এ জুটিকে একসঙ্গেই দেখা যেতো। এ ছাড়া থাইল্যান্ডে রাফসান-জেফারের একান্ত সময় কাটানোর ছবিও গণমাধ্যমে প্রকাশ পায়। নেটিজেনরা সে সময় থেকেই ভাবতে থাকেন তারা হয়তো লুকিয়ে প্রেম করছেন। কিন্তু রাফসান-জেফার ভক্তদের বুঝিয়েছেন তারা খুব ভালো বন্ধু।

উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় রাফসান। অন্যদিকে, জেফার দেশের সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিত। দুজনের এ নতুন পথচলাকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়