Apan Desh | আপন দেশ

ফেঁসে গেলেন নেহা শর্মা 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ৩ ডিসেম্বর ২০২৫

ফেঁসে গেলেন নেহা শর্মা 

বলিউড অভিনেত্রী নেহা শর্মা

নেহা শর্মার নামের সঙ্গে রয়েছে বলিউড অভিনেত্রীর তকমা। ২০০৭ সালে তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১০ সালে ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। ক্যারিয়ারে ১৭ বছর কাটিয়ে দিয়েও পায়ের নিচের মাটি শক্ত করতে পারেন নি তিনি। উল্টো হয়েছেন বিতর্কিত। 

এ দক্ষিণী অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিশাল অংকের আর্থিক তছরুপের। এ নিয়ে ভারতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান চলছে।

এরইমধ্যে নেহা শর্মাকে এ অভিযোগে নোটিশ পাঠিয়েছিল ইডি। নেহা শর্মা হলেন কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে। পিটিআই সূত্রের খবর, নোটিশ পাওয়ার পর মঙ্গলবার (০২ ডিসেম্বর) ইডির কার্যালয়ে হাজিরা দেন নেহা শর্মা। 

আরও পড়ুন<<>>রণবীরের নতুন লুকে উচ্ছ্বসিত দীপিকা

সেখানে তার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নেহা শর্মা প্রথম নন, অনলাইন বেটিং অ্যাপের প্রচার বা বিজ্ঞাপন করার সূত্রে এর আগে বলিউডের একাধিক তারকা ইডির সমন পেয়েছেন। বলিউড-টলিউড তারকা, প্রাক্তন খেলোয়াড়, এমনকি জনপ্রিয় নেটপ্রভাবী বা ইনফ্লুয়েন্সাররাও এ তদন্তের আওতায় এসেছেন।

প্রসঙ্গত, নেহা শর্মা ২০০৭ সালে তেলেগু ছবি 'চিরুথা'-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং বলিউডে তার পরিচিতি আসে ২০১০ সালের সিনেমা 'ক্রুক' এর মাধ্যমে।

এরপর তিনি ক্যায়া সুপার কুল হ্যায় হাম, ইয়ংগিস্তান, তুম বিন ২ এবং ব্লকবাস্টার ছবি তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি তিনি কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়