দিপশিখা দে
বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুড়ি ২০২৫ সাধারণ নৃত্য ‘ক ’শাখায় ফাইনাল রাউন্ডে টপ ফাইভের মধ্যে সারাদেশে ৩য় স্থান অর্জন করেছে নৃত্যশিল্পী দিপশিখা দে। সে চট্টগ্রাম সেন্ট স্কলারটিকাস গার্লস স্কুল এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণীর ছাত্রী। চট্টগ্রার জেলার পটিয়ার সন্তান সে। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে এ প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রামের পটিয়া থানার ভাটিখাইন গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক মীনাক্ষী দে’র নাতনি। দিপশিখার বাবা কল্লোল দে। দিপশিখা দে’র নৃত্যগুরু বিশিষ্ট নৃত্যশিক্ষক ও ওস্তাদ তরুণ চক্রবর্তী।
অডিশন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে, নানা পরামর্শ দিয়ে যারা উৎসাহ যুগিয়েছেন সবার প্রতি মীনাক্ষী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দিপশিখার বাবা কল্লোল দে।- প্রেস বিজ্ঞপ্তি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































