Apan Desh | আপন দেশ

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২১ জানুয়ারি ২০২৫

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

ছবি: আপন দেশ

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের তেতাল্লিশতম বার্ষিক অধিবেশন। ‘এই কথাটা ধরে রাখিস -মুক্তি তোরে পেতেই হবে’ বোদন সঙ্গীতের মধ্য দিয়ে ওইদিন বিকেল চারটায়  ছায়ানট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন সঙ্গীতগুণি ফাহমিদা খাতুন।

এবারের সম্মেলনের প্রধান অতিথি বরেণ্যশিল্পী রফিকুন নবী। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় পাপিয়া সারোয়ারকে (মরণোত্তর) প্রদান করা হবে রবীন্দ্রপদক ২০২৫। আয়োজনে অংশ নিচ্ছেন দেশের নানা অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। 

তিনদিনের আয়োজনের প্রতিদিনের সান্ধ্য-অধিবেশনে থাকছে গুণীজনের সুবচন রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য ও  গান। সম্মেলনের অধিবেশনের দ্বিতীয় দিন বিকেল চারটায় থাকছে সেমিনার। সেমিনারের এবারের বিষয়: বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ফকরুল আলম। আলোচক থাকবেন আলম খোরশেদ ও হা-মীম কামরুল হক। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি মফিদুল হক। 

শনিবার (২৫ জানুয়ারি) শেষ হবে তিনদিনের এ সম্মেলন। সমাপনী আসরের বিকেল সাড়ে তিনটায় থাকছে শ্যামলির এসওএস শিশুপল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রকাশিত হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা প্রবন্ধের সংকলন ‘সঙ্গীত সংস্কৃতি’। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতিকর্মী জাহিদুর রহিমের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এবারের আয়োজনে থাকছে ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাথে সংশ্লিষ্টরা। এতে আয়োজনের বিস্তারিত তুলে ধরে বক্তৃতা করেন পরিষদের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্পাদকমণ্ডলীর সদস্য তানিয়া মান্নান। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি বুলবুল ইসলাম, আমিনুল হক বাবুল, লাইসা আহমদ লিসা, সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ্ পলাশ, সদস্য দিলীপ দত্ত, রশীদ আল্-হেলাল, মামুনুর রশিদ প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়