সাফা কবির। ছবি: ইনস্টাগ্রাম
দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে সাফা কবির ছোট পর্দায় বেশ কিছু চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার একদম নতুন রূপে সামনে আসছেন তিনি। ‘প্রতিধ্বনি’ নামে সিকদার ডায়মন্ডের একটি হরর নাটকে ভূতের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীর।
নাটকটির চিত্রনাট্য পড়েই ভীষণ আগ্রহ অনুভব করেছিলেন সাফা। জানালেন এটি ছিল তার জন্য এক নতুন অভিজ্ঞতা। সাফা বলেন, এমন ধরনের চিত্রনাট্য আজকাল খুঁজে পাওয়া কঠিন। যখন পড়লাম, কাজটি নিয়ে একধরনের উত্তেজনা ছিল। হরর কাজ আমার ক্যারিয়ারে খুব কম করেছি। সে জন্যে এটি আলাদা আগ্রহ তৈরি করেছিল। গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক... সব কিছু মিলিয়ে দুর্দান্ত হয়েছে।
তবে ভূত চরিত্রের শুটিং যখন করতে হয়েছে, তখন ভয়ও পেতেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, যেমন এক্সাইটেড ছিলাম। তেমনি ভয়ও পেতাম। শুটিং হয়েছিল পুরোনো একটি বাড়িতে। রাতের পর রাত নির্জন হয়ে যেত চারপাশ। ভূতের চরিত্রে অভিনয় করতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়েছিল।
নির্মাতা সিকদার ডায়মন্ড জানান, প্রতিধ্বনি পুরোপুরি হরর নয়। এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবে অনেক দিন পর এক লেখক দেশে আসে। গল্প লিখতে সে চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদ্ঘাটন করতে নামে লেখক।
প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































