Apan Desh | আপন দেশ

এবার জুয়ার প্রচারণায় বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ নভেম্বর ২০২৪

এবার জুয়ার প্রচারণায় বুবলী

অভিনেত্রী শবনম বুবলী। ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন একের পর এক। তবে বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। গত ২০ নভেম্বর নিজের জন্মদিনে ছেলেকে নিয়ে কেক কাটেন শবনম বুবলী। সম্প্রতি তার ফেসবুক ঘুরে দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

নিজের ফেসবুক পেজে সে ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবর।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। কেউ কেউ বলেন, বুবলীও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন।

প্রচারণামূলক সে ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, আমি বুবলী একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কোরো না। জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।

সাধারণত চিত্রনায়িকা শবনম বুবলী তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন। তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এ ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি পিনিক নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তার নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়