Apan Desh | আপন দেশ

তরুণ যুবকের সঙ্গে ম্যাডোনার প্রেম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ৩ অক্টোবর ২০২৪

তরুণ যুবকের সঙ্গে ম্যাডোনার প্রেম

ছবি: সংগৃহীত

৬৬ বছর বয়সে এসে ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পপ তারকা ম্যাডোনা। এ বছরের গ্রীস্মেই একে অন্যের প্রেমে পড়েছেন। এবার দুজন মিলে লন্ডনে বেড়াতে গেছেন। সেখান থেকেই পোস্ট করলেন একাধিক ছবি।

বয়সের পার্থক্যটা ৩৮ বছরের। কিন্তু প্রেম কবেই বা আর বয়সের চোখ রাঙানি মেনেছে। এ বিস্তর ফারাক উপেক্ষা করেই ২৮ বছরের আকিম মরিসকে মন দিয়েছেন ম্যাডোনা। বর্তমানে সে প্রেমিকের সঙ্গেই লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঘুরে বেড়ানোর একাধিক ছবি পোস্ট করলেন সংগীতশিল্পী। কোথাও তাদের গান গাইতে দেখা যাচ্ছে। কোথাও আবার প্রেমিকের হাত জাপটে ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে।

এছাড়া দুজনকে একটি ছবিতে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে দেখা গেছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে। খেলা দেখতে দেখতেও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় পপ সঙ্গীতের রানিকে।

ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লেখেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’ তাদের একসঙ্গে লন্ডনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। সেটাও একে অন্যের হাতে হাত ধরেই। আর সেসব মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পী।

প্রসঙ্গত, গত জুলাই মাসে এ সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন ম্যাডোনা। সোশ্যাল মিডিয়ায় ৪ জুলাই তাদের দুজনের ছবি পোস্ট করে জানান দেন নিজেদের ভালোবাসার কথা।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা